বিটিসিএল দিচ্ছে ১৫ এমবিপিএস ইন্টারনেট প্যাকেজ মাত্র ৫০০ টাকায়

আসসালামু আলাইকুম

বিটিসিএল (বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড) শিক্ষার্থীদের জন্য একটি নতুন ইন্টারনেট প্যাকেজ চালু করেছে, যার মাধ্যমে মাত্র ৫০০ টাকায় ১৫ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা প্রদান করা হবে। এই প্যাকেজের আওতায় বিনামূল্যে রাউটার দেওয়া হবে।

📚 প্যাকেজের বিবরণ: ক্যাম্পাস-১৫

বিটিসিএলের নতুন প্যাকেজ “ক্যাম্পাস-১৫” মূলত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও হোস্টেলগুলোর শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। এই প্যাকেজের মাধ্যমে শিক্ষার্থীরা ১৫ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা পাবেন মাত্র ৫০০ টাকায়। এই সেবাটি শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য।

এই প্যাকেজের আওতায় বিটিসিএল বিনামূল্যে রাউটার সরবরাহ করবে। তবে, যদি রাউটারটি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, তাহলে নতুন রাউটার পেতে ২০০০ টাকা জমা দিতে হবে।

📝 সংযোগের জন্য আবেদন প্রক্রিয়া

এই সেবাটি পেতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিটিসিএলের “টেলিসেবা” অ্যাপ অথবা “মাইবিটিসিএল” ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। সাধারণত তিন কার্যদিবসের মধ্যে সংযোগ প্রদান করা হয়।

☎ সমস্যা হলে যোগাযোগ

সংযোগের পর যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে বিটিসিএলের হটলাইন ১৬৪০২ নম্বরে কল করে অথবা অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানো যাবে। যেখানে ২৪ ঘণ্টা সেবা পাওয়া যাবে।

📞 অতিরিক্ত সুবিধা

যদি ইন্টারনেটের সঙ্গে টেলিফোন সংযোগও নিতে চান, তাহলে মাসিক চার্জের সঙ্গে অতিরিক্ত ১০০ টাকা যোগ হবে। টেলিফোন কলের ক্ষেত্রে বিটিসিএলের নির্ধারিত চার্জ প্রযোজ্য হবে।

🏫 শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ সুবিধা

এই প্যাকেজটি শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য। বিটিসিএল জানিয়েছে, নেটওয়ার্ক সুবিধা থাকলে সব শিক্ষাপ্রতিষ্ঠান এই সেবা নিতে পারবে।

📈 বিটিসিএলের অন্যান্য প্যাকেজ

  • ৫ এমবিপিএস: ৫০০ টাকা
  • ১০ এমবিপিএস: ৭৫০ টাকা
  • ১৫ এমবিপিএস: ১০০০ টাকা
  • ২০ এমবিপিএস: ১২০০ টাকা

এই প্যাকেজগুলোর বিস্তারিত তথ্য বিটিসিএলের ওয়েবসাইটে পাওয়া যাবে।

তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। বিদায়।

The post বিটিসিএল দিচ্ছে ১৫ এমবিপিএস ইন্টারনেট প্যাকেজ মাত্র ৫০০ টাকায় appeared first on Trickbd.com.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url